ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৪ মে ২০২৫  
মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক কারবারিকে শনিবার গ্রেপ্তার করে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকা থেকে ফেনসিডিলসহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩ মে) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৪ মে) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত এনামুল দর্জি ও সুমন দর্জি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। 

আরো পড়ুন:

ডিবি পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করছিলেন এনামুল। মাদক বিক্রি বন্ধ করতে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দেয়। চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিলসহ একবার গ্রেপ্তার হন এনামুল। পরে জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবার শুরু করেন তিনি। 

মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “গোয়েন্দা পুলিশ জানতে পারে, ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুত করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি ও ইমরান দর্জি। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়