হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. শাহাব উদ্দিন (বাঁয়ে), তাকে সাময়িক বরখাস্ত করে দেওয়া অফিস আদেশ (ডানে)
বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নাঈমা খন্দকার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, অপর অফিস আদেশে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনয়িম আল হুসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে আনা বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পান। প্রিয়াংকা পাল অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সামিয়ক বহিষ্কার করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ জীবন ধারণ ভাতা পাবেন মো. শাহাব উদ্দিন।
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করেই অধ্যক্ষ হিসেবে ২০২০ সালের ২৫ জুলাই মো. শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় অনিয়মের অভিযোগ তুলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন এক অভিভাবক। অভিযোগে বলা হয়, মো. শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে মাদরাসা কামিল হওয়া সত্ত্বেও ফাজিল স্তর দেখিয়ে কর্তৃপক্ষ অনিয়ম করে অধ্যক্ষ নিয়োগ দেয়।
ঢাকা/মামুন/মাসুদ