ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাউল গানের কলি লিখে পোস্ট দেয়ার অভিযোগে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তার পোস্ট করা কথাগুলো হিন্দু ধর্মাবলম্বীদের অনুভুতিতে আঘাত লাগার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াহেদ ফকিরকে শনিবার (৩ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের সাতমাথা থেকে আটক করা হয়। পরে পলাশ কুমার মহন্ত নামে এক ব্যক্তি বগুড়া সদর থানায় মামলা করলে আজ বরিবার (৪ মে) সন্ধ্যার পর তাকে কারাগারে পাঠানো হয়। আব্দুল ওয়াহেদ ফকির বগুড়ার স্থানীয় মুক্ত জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
সম্প্রতি আব্দুল ওয়াহেদ ফকির একটি প্রতীকী ছবি এঁকে বাউল গানের কিছু কলি লিখে তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির বলেন, ‘‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু লিখিনি। আমি ব্যক্তিগত রোষানলের শিকার হয়েছি। একটি মহল বেশ কিছু দিন ধরে আমার পিছু লেগেছে। তাদের ষঢ়যন্ত্রের শিকার হয়েছি।’’
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আব্দুল ওয়াহেদ ফকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওয়াহেদ ফকির যে স্ট্যাটাস দিয়েছেন, সেটি তো একটি বাউল গানের কলি। কোনো প্রতিষ্ঠিত গানের কলি ফেসবুকে লিখে পোস্ট দিলে সেটি কি ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার মতো ঘটনা ঘটে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘‘যদি ও রকম কোনো ঘটনা ঘটে থাকে, তবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’’
ঢাকা/এনাম/বকুল