ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজমিরি ওসমানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৫ মে ২০২৫   আপডেট: ১৫:৫০, ৫ মে ২০২৫
আজমিরি ওসমানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানের সহযোগী। তাদের সোমবার (৫ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-  নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন সনেট ও নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায়ের ছেলে সজিব রায়।

ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা আজমিরি ওসমানের সহযোগী। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সনেট ও সজিবকে গ্রেপ্তার করে তারা। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ হয়।

তিনি আরো জানান,  সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করার পর সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়