ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতার বিরুদ্ধে ঠিকাদার‌কে হাতুড়ি পেটার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৫ মে ২০২৫   আপডেট: ২১:৩৪, ৫ মে ২০২৫
বিএনপি নেতার বিরুদ্ধে ঠিকাদার‌কে হাতুড়ি পেটার অভিযোগ

আহত ঠিকাদারের ফারুক হোসেন

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়ি দি‌য়ে পেটা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে বিএন‌পি নেতার বিরু‌দ্ধে। রবিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছেন।

অ‌ভিযুক্ত বিএন‌পি নেতার নাম লাল মামুদ খান ওরফে লাল খা। তিনি পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক। লাল খাঁ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‍“আমার বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা অপবাদ দিচ্ছে। পারিবারিক ছোট ঘটনাকে বড় বানানো হচ্ছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

আরো পড়ুন:

আহত ঠিকাদারের নাম ফারুক হোসেন। তিনি ভূঞাপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রা‌মের আব্দুল হা‌মিদের ছে‌লে। 

আহত ঠিকাদারের ভাই মেহেদী হাসান জানান, ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পে‌য়ে‌ছে তার ভাই ফারুক। সেই কা‌জের জন্য বিএনপি নেতা লাল খা ৬ লাখ টাকা চাঁদা দাবি ক‌রেন। টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দি‌য়ে তার ভাইকে লাল খা পিটিয়ে আহত করেন। এসময় ভাইয়ের কা‌ছে থাকা ৬ লাখ টাকা লুট ক‌রেন তিনি। পরে স্থানীয়রা ফারুককে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রেন। এ ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দেওয়া হয়েছে। 

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “থানায় অ‌ভি‌যোগ দি‌য়েছেন ভুক্ত‌ভোগী। সুষ্ঠু তদ‌ন্তের মাধ্যমে অপরাধীর বিচার হ‌বে। অভিযুক্ত নেতার (লাল খা) বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে পৌর ক‌মি‌টি‌কে জানানো হ‌য়ে‌ছে।” 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়