ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুল শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৬ মে ২০২৫  
প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুল শিক্ষক নিহত

শরীয়তপুরের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক সুজন সাহার সঙ্গে প্রতিবেশী শান্তিরঞ্জন সাহার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে  কয়েকবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। মঙ্গলবার দুপুরে আবারো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শান্তিরঞ্জন সাহার দোকানের কর্মচারী লোকমান হোসেন শিক্ষক সুজন সাহার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, ‍“ঝগড়ার একপর্যায়ে সুজন সাহাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। বিষয়টি খুবই মর্মাহত। সহকর্মীর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।” 

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়