ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৯ মে ২০২৫  
হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

গাজীপুর সদর থানা (ফাইল ফটো)

ভাড়া নিয়ে বিতর্কের জের ধরে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মো. সিয়াম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  সিয়াম গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে ধাক্কা দেয়। তার ধাক্কায় ওই শিক্ষার্থী বাস থেকে পড়ে যায়। এসময়ে পিছনে থেকে অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চ্যাম্পিয়ন পরিবহনের বাসটি আটক কর হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়