ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাচার ৩ বছর পর ভাতিজাকেও হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৯ মে ২০২৫  
চাচার ৩ বছর পর ভাতিজাকেও হত্যা

ফাইল ফটো

ময়মনসিংহে ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আমির হোসেন নামে আরও একজন আহত হয়েছে। হত্যায় জড়িত তিন বছর আগে নিহত স্বপনের চাচাকেও হত্যা করেছিল।

বৃহম্পতিবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী স্বপন ওই এলাকার মৃত রজব আলীর ছেলে। সে আনন্দ মোহন কলেজের একাউন্টটিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ইয়াসিন আলী স্বপন ওই এলাকায় মুদি দোকান করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ২০২২ সালে নিহত ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে হত্যা করে স্থানীয় দিলীপ ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলার পর দিলীপ দীর্ঘদিন জেলেখানায় ছিলেন। আনুমানিক একবছর আগে জামিনে ছাড়া পান দিলীপ। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম ছিল দিলীপ। 

গত রাত ৯টার দিকে নিহত স্বপনের দোকানের সামনে আমির হোসেন নামে একজনকে কুপিয়ে আহত করে দিলীপ ও তার সহযোগীরা। পরে ইয়াসিন আলী স্বপন দোকান থেকে বের হতেই দিলীপ তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত আমির হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়