বাঁকখালী নদীতে শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাহিদ
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদী থেকে মাহিদের মরদেহ উদ্ধার হয়। তিনি একই এলাকার হারুনুর রশিদের ছেলে ও রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মারা যাওয়া শিক্ষার্থীর মামা বেদারুল আলম বলেন, “আজ বিকেলে মাহিদ তার বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীতে গোসলে নামেন। স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছিল না। স্থানীয়রা জাল ফেলে বিকেল ৩টার দিকে মাহিদের মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ বাড়িতে রয়েছে।”
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ