ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:৪৮, ৫ এপ্রিল ২০২৫
ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাতিমা সিদ্দিকা। ফাইল ফটো

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ফাতিমা সিদ্দিকা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে নড়াইল উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতিমা সিদ্দিকা লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোরখালী এলাকার মোশাররফ হোসেন মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শিশু ফাতিমা। মঙ্গলবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে ডুবে যায় সে। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়