মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনার পর উৎসুক এলাকাবাসীর ভিড়
মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ‘স্টিয়ারিং’ গাড়ির ধাক্কায় তাসনিনা খাতুন (৩) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
শনিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিনা খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় জুলহাস নামে একজন বাসিন্দা জানান, তাসনিনা খাতুন তার মায়ের সাথে মামার বাড়ি কাজীপুর খন্দকার পাড়ায় বেড়াতে আসে। পরে সে তার মামা আবু তাহেরের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ফারুক/টিপু