ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে আরনু জুটমিল বন্ধ ঘোষণা, শ্রমিকেরা দিশেহারা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১০ মে ২০২৫  
হিলিতে আরনু জুটমিল বন্ধ ঘোষণা, শ্রমিকেরা দিশেহারা

দিনাজপুরের হিলিতে আরনু জুটমিল আকস্মিকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এতে সেখানে কর্মরত শ্রমিকেরা বিপাকে পড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, সাময়িকভাবে মিল বন্ধ রাখা হয়েছে।

হিলি পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত আরনু জুটমিল। মিলটিতে ৪৫০ থেকে ৫০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার (৮ মে) জুটমিলে শ্রমিকরা কাজ শেষে চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর আজ শনিবার (১০ মে) সকালে শ্রমিকেরা মিলে কাজ করতে আসলে গেট বন্ধ পান। গেটে নোটিশ লাগানো আছে। যেখানে লেখা রয়েছে, শনিবার (১০ মে) থেকে আরনু জুটমিল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমন নোটিশ দেখে মিলের শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়েন। 

আরো পড়ুন:

আর মাত্র কয়েক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। এমন সময় মিলটি বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। কয়েকজন পুরুষ শ্রমিক জানান, কেন বন্ধ করলো তারা তা জানেন না। মিল বন্ধ থাকলে শ্রমিকেরা চলবেন কীভাবে? এখানকার উপার্জন দিয়ে তাদের সংসার চলে। মিল বন্ধ থাকলে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে।

তারা আরো বলেন, ‘‘মিল মালিকরা পারিবারিক দ্বন্দ্বে জড়ান, আর খেসারত দিতে হয় আমাদের মতো অসহায়, হতদরিদ্র শ্রমিকদের। আমরা কাজ চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই।’’

কয়েকজন নারী শ্রমিক বলেন, ‘‘আমরা নারীরা সংসার চালাতে এখানে কাজ করি। কিন্তু মাঝেমধ্যে মিল বন্ধ রাখে। আমরা কাজ না করলে সংসার চালাব কী করে? আর এনজিওর কিস্তি দেবো কীভাবে?’’

শ্রমিক সরদার রহমত আলী বলেন, ‘‘এই আরনু জুটমিলে প্রায় ৫০০ জনের মতো নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। আজ থেকে মালিক মিল বন্ধের ঘোষণা দিয়েছেন। মিল বন্ধ হলে শ্রমিকেরা খাবে কী, আর চলবে কী করে? আমি চাই, মিল বন্ধ না করে দ্রুত চালু করুক।’’ 

আরনু জুটমিলের প্রশাসনিক কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, ‘‘জুট মিলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। দু-একদিনের মধ্যে চালু করা হবে।’’

এ বিষয়ে আরনু জুটমিলের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আজাদ বলেন, ‘‘মিল থেকে চার গাড়ি মালামাল চুরি হয়ে গেছে। মিলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে বিষয়টি দেখা হবে।’’

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়