ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১১ মে ২০২৫   আপডেট: ১২:০৮, ১১ মে ২০২৫
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং-এর ১২ সদস্য

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং-এর ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১১ মে) রাতে পাঁচলাইশ থানার এসআই রিয়াদ উছ ছালেহীনের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জয় দাস (১৯), মো. জাহিদ হাসান (২০), আফতাহি রহমান ফারহান (২১), নাদিমুল হক (২০), তামিম মাহামুদ (১৯), মাইজ উদ্দিন সিদ্দীকি আকিল (১৯), মো. আরমান (১৯), ইফসান (১৯), ফজলে রাব্বি মৃদুল (১৯), ইমরান হোসেন ইমন (১৯), মো. নয়ন (২০) ও সৈকত দাস (২০)।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, নগরীর পাঁচলাইশ দুই নম্বর গেইট কেন্দ্রীক এই কিশোর গ্যাং-এর সদস্যরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় চুরি ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো দীর্ঘদিন ধরে। নগরীর দুই নম্বর গেইট, বিপ্লব উদ্যান এবং ফিনলে স্কয়ারের সামনে বিশেষ অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং-এর ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি ধারালো ছুরি। তাদের দলে অন্তত ৩০/৩৫ জন সদস্য রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়