‘বিনাধান-২৫ চাষ ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করছে’
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

‘বিনাধান-২৫’ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত ‘বিনাধান-২৫’ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক আবুল কালাম আজাদ। গোপালগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার উপস্থিত ছিলেন।
এ সময কৃষি কর্মকর্তারা জানান, ১৪০ দিনের স্বল্প জীবনকাল হওয়ায় প্রিমিয়াম কোয়ালিটির এ জাতের ধান আগাম পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। এ ধানের চাষ করলে একদিকে যেমন চিকন চাল আমদানি নির্ভরতা কমবে, অন্য দিকে দাম বেশি হাওয়ায় কৃষকরা লাভবান হবে। এ জাতের ধানের চাষাবাদ জেলায় ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ।
ঢাকা/বাদল/বকুল