আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার চাটমোহরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইসরাইল হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাইল হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মৃত মকবুল প্রামাণিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আম পাড়তে বাড়ির পাশের একটি গাছে উঠেন ইসরাইল। একপর্যায়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা/শাহীন/রাজীব