বিয়ে বাড়ির খাবার গেল এতিমখানায়
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে অভিযান চালিয়ে বিবাহটি বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বিয়েবাড়িতে বরযাত্রীদের জন্য তৈরি করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বিনাউটি গ্রামের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার বিয়ের আয়োজন চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মেয়েটির বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। এসময় বাল্যবিবাহ আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বরযাত্রীদের জন্য তৈরি করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ‘‘বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ওই ছাত্রী যেন আবার স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।’’
ঢাকা/পলাশ/রাজীব