ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৪ মে ২০২৫  
রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মো. সাব্বির

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২টি মামলার পলাতক আসামি মো. সাব্বিরকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তার বাড়ি। র‌্যাব বলছে, গ্রেপ্তার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকেই সাব্বিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল। বুধবার (১৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়