ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৫ মে ২০২৫   আপডেট: ১২:১৪, ১৫ মে ২০২৫
ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উদ্ধারকৃত দুই শিশুর মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাদিয়া (৭) ও আলিফ মাহমুদ (৬) নামে দুই শিশু মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে দুই শিশু এ মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহত সাদিয়া গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে এবং আলিফ মাহমুদ একই গ্রামের জাকির হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল ওই দুই শিশু। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে তাদের মরদেহ ডোবায় ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকা/মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়