ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোরের হুমকি

পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৫ মে ২০২৫   আপডেট: ১৩:২৪, ১৫ মে ২০২৫
পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব 

বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরির সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা

“তোদের চিনে রাখলাম। পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব।” ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এভাবেই স্থানীয়দের হুমকি দিয়েছেন বাইসাইকেল চুরির সময় আটক হওয়া এক যুবক। এছাড়াও এক জনকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। মারধর করার সময় ওই যুবক সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

চুরির সময় আটক হওয়া নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শ পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।  

পুলিশের সামনেই নয়ন হোসেন স্থানীয়দের উদ্দেশে বলেন, “কোর্টে গেলে পাঁচ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না, ভাই। ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শুনবে। তখন আমি সব বলব।”  

অয়ন নামে স্থানীয় এক যুবক বলেন, “বাইসাইকেল চোর ধরা পড়েছে, শুনে তাকে দেখতে আসি। তার কাছে জানতে চেয়েছি যে, তুমি কি সাইকেলটি চুরি করেছ? সে বলে, পাঁচ দিন পর বেরিয়ে আসব। তার পর তোকে হত্যা করব। পাঁচ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।”

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেছেন, “এক বাইসাইকেল চোরকে ধরেছেন স্থানীয়রা। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়