ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৬ মে ২০২৫   আপডেট: ১৩:২২, ১৬ মে ২০২৫
পঞ্চগড়ে কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

উদ্ধারকৃত কষ্টিপাথরের এই বিষ্ণুমূর্তি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়ারপাড়া এলাকা থেকে একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ সময় আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়। কষ্টিপাথরের এই বিষ্ণুমূর্তিটির দাম কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব। 

আটককৃত আবু বক্কর ছিদ্দিক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকার মোবারক শেখের ছেলে। 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে, বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। 

র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে ওই ব্যক্তিকেও আটক করা হয়। বিষ্ণুমূর্তিটির ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩.৫ ইঞ্চি। যার বাজার মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।

ঢাকা/নাঈম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়