সাভারে পলাতক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলার সহ-সভাপতি ফয়সাল আহমেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রাতে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল আহমেদ সাভারের মশুরিখোলা এলাকার সালাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি ছিলেন ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/সাব্বির/রাজীব