ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৬ মে ২০২৫   আপডেট: ২২:০৩, ১৬ মে ২০২৫
শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুজন আহমেদ

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে সুজন আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন আহমেদ একই এলাকার আক্তার হোসেনের ছেলে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন দুপুরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির দিকে রওয়ানা দেন তিনি। পথে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

ওসি বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়