ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৭ মে ২০২৫   আপডেট: ১০:৫২, ১৭ মে ২০২৫
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হোসেন মার্কেট এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। 

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করে। বর্তমানে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়তে সাধারণ যাত্রীরা। 

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস (BHIS) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 

খবর পেয়ে শিল্প ও জিএমপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে কাজ করছেন।

শ্রমিকরা জানান, তারা গতমাসের বেতন এখনো পায়নি। এজন্য মহাসড়ক অবরোধ করেছেন। বেতন না দিলে মহাসড়ক ছাড়বেন না বলে জানান তারা। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, স্বল্পতম সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন। তাদেরকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

ঢাকা/রেজাউল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়