সিরাজগঞ্জে যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মীকে গণপিটুনি
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় পুকুর খননকারীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ওই গণপিটুনির ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, ওই তিন জনকে শুক্রবার (১৬ মে) বিকেলে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকায় পিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা হলেন—সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুস সোবহান।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও আরব আলী জানিয়েছেন, শুক্রবার বিকেলে শহিদুল ইসলামের পুকুর খনন চলাকালে সাত-আটটি মোটরসাইকেলে করে আট-দশ জন এসে চাঁদা দাবি করেন। এ সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের তিন জনকে আটকে রেখে গণপিটুনি দেন। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা যুবদল ও কৃষক দলের ওই নেতাকর্মীদের আটকে রেখে মারধর করছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেছেন, সংবাদ পেয়ে আটক রাখা তিন জনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা হলে তাদের আদালতে পাঠানো হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেছেন, চাঁদা দাবি ও মারপিটের বিষয়টি আমার জানা নেই। পরে বিস্তারিত জানাতে পারব।
ঢাকা/অদিত্য/রফিক