মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার সুজন মোল্লা ওই এলাকার হোসেন মোল্লার ছেলে। তার স্ত্রী সেলিনা বেগম একই ইউনিয়নের বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুজন ও সেলিনার মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সুজন তার স্ত্রী সেলিনাকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিনার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে।’’
ঢাকা/রতন/রাজীব