ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

সাভারে চিত্র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ মে ২০২৫   আপডেট: ১৭:৪২, ১৭ মে ২০২৫
সাভারে চিত্র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

হামলায় আহত চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

সাভারে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে ৭১ টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনকে (৪২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটে। 

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

অভিযুক্তরা হলেন- একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)। 

ভুক্তভোগী উজ্জ্বল হোসেনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন অভিযুক্তরা। এসব কাজে বাধা দেওয়ার কারণে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। আজ সকাল ১১টার দিকে সংবাদ সংগ্রহে বের হলে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা।

তিনি বলেন, “অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এলাকায়। সরকার পরিবর্তন হলেও তারা কর্মকাণ্ড বন্ধ হয়নি। আমি কেবল তাদের সতর্ক করেছিলাম। এ জন্যই আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা রাইজিংবিডিকে বলেন, “৭১ টেলিভিশনের ক্যামেরা পার্সনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টেলিভিশনের একজন ক্যামেরা পার্সনের ওপর যারা হামলা করেছে আমরা তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। আমরা খোঁজ নিয়ে দেখছি ঘটনাটি কিভাবে ঘটলো। সাভার মডেল থানার ওসির সঙ্গে আমি কথা বলেছি।” 

তিনি আরো বলেন, “হামলার সঙ্গে যেই জড়িত হোক, আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। পুলিশও আমাদের আশ্বস্ত করেছে, তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। পুলিশের অভিযান চলছে, আটকের পর বিস্তারিত জানাবে বলে জানিয়েছে তারা। আমরা মাঠে কাজ করি। যারা এমন হামলায় জড়িত হয়ে স্বাধীন সাংবাদিকতায় বাঁধা দিতে চায়, আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এর আগেও একাধিকবার সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে হামলা হয়েছে। কোনো বিচার আমরা পাইনি। আমরা আশা করব, চব্বিশের বাংলাদেশে সাংবাদিকদের ওপর যারাই হামলা করুক, তাদের বিচার করবে সরকার।”

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগী সাংবাদিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয়। বিষয়টি তদন্তাধীন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়