ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৭ মে ২০২৫  
নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ফাইল ফটো

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে ওই নৃত্যশিল্পী বাদী হয়ে তাড়াশ থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এর আগে, শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন ভোক্তভোগী।  

আরো পড়ুন:

গ্রেপ্তার রফিকুল ইসলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার বেওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশের হেফাজতে থাকা রফিকুল ইসলাম বলেন, ‍“ওই মেয়ে একজন যৌনকর্মী। টাকার বিনিময়ে তাকে তাড়াশে আনা হয়ে হয়েছিল। এখন আমাদের ফাঁসানোর জন্য থানায় মিথ্যা অভিযোগ করেছেন তিনি।”

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “অভিযোগে ভুক্তভোগী কিশোরী নিজেকে একজন সংস্কৃতিকর্মী হিসেবে দাবি করেছেন। তিনি মেলা ও সার্কাসে নৃত্য করেন। পূর্বপরিচিত হওয়ায় তাড়াশের রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী কফিল উদ্দিন তাকে ডেকে এনেছিল। এরপর শুক্রবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়