পদ্মায় গোসলে নেমে যুবকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসলে নেমে আলিফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেড়িবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোতা মন্ডলের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শ্যালক আকাশ ও রিপনের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নামেন আলিফ। একপর্যায়ে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/কাঞ্চন/রাজীব