নড়াইলে হত্যা মামলায় বিএনপি নেতাসহ আসামি ৩৬, গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের বাসিন্দা খাজা মোল্যাকে (৪০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখসহ ৩৬ জনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মামলার ১৭ ও ২৭ নম্বর আসামি।
শনিবার (১৭ মে) লোহাগড়া থানায় মামলাটি করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা।
রবিবার (১৮ মে) সকালে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “খাজা মোল্যা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গ্রেপ্তার আসামিরা হলেন- শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ।
এলাকাবাসী জানান, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ শাহাদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের বিএনপি সভাপতি পলাশ শেখের জমি-জমিা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে গত বুধবার (১৪ মে) সকালে কুমারডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যাকে প্রতিপক্ষ পলাশ শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খাজা মোল্যাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/শরিফুল/মাসুদ