ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া সীমান্তে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ মে ২০২৫   আপডেট: ১৮:১০, ১৮ মে ২০২৫
কুষ্টিয়া সীমান্তে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (১৭ মে) রাতে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নাহারুল মৃধা (৫৮)। তিনি উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জানবান মৃধার ছেলে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় নাহারুলকে ৩০ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু, রায় ঘোষণার আগেই ভারতে পালিয়ে যান তিনি। প্রায় চার মাস আগে গোপনে দেশে আসেন। শুক্রবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজিবি। এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘‘গ্রেপ্তার আসামিকে উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল ও মোবাইলসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়