কেসিসি নির্বাচন: হাতপাখার প্রার্থীকে জয়ী দাবি করে মামলা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
হাতপাখার প্রার্থী অধ্যক্ষ আব্দুল আউয়াল
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৮ মে) অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে খুলনার যুগ্ম-জেলা জজ-১ এর বিচারক খোরশেদ আলমের আদালত ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করেন। এ বিষয়ে আদালত আগামী ২৮ মে শুনানির দিন ধার্য করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১২ জুন হামলা-মামলার মধ্যে দিয়ে কেসিসি নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। সারা দিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৬০ হাজার ৬৪ ভোট দেখিয়ে দ্বিতীয় করা হয়। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, দলের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কবির প্রমুখ।
ঢাকা/নুরুজ্জামান/বকুল