ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৮ মে ২০২৫   আপডেট: ২২:৪৭, ১৮ মে ২০২৫
ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর

ঝিনাইদহের শৈলকূপায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রবিবার (১৮ মে) বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম এবং আর মাহবুব হোসেনের মধ্যে আজ সকালে জমি নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। এরই জেরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ১০ জন আহত হন। 

সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের অবস্থা এখন স্বাভাবিক। এ ঘটনায়  কাউকে আটক করা যায়নি। মামলা হয়নি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা কয়েকটি বাড়ি ভাঙচুর করেছেন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়