দিনাজপুরে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরে বৃষ্টিতে অনেক স্থানে পানি জমেছে
কয়েকদিনের তীব্র তাপদাহের পর রবিবার সন্ধ্যা থেকে দিনাজপুরে বৃষ্টি শুরু হয়। রাতভর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। এতে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বৃষ্টিপাতের এই রেকর্ডের কথা জানান।
তিনি জানান, গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত দিনাজপুরে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে অনেক স্থানে পানিও জমেছে।
তিনি আরও জানান, আজ সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/টিপু