ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৯ মে ২০২৫  
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেছে মাইক্রোবাসটি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। 

সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে উপজেলার ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন,  মাই‌ক্রোবাসচালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজনের নাম দেলোয়ার।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর জানান, সকালে বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ  হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। আহত হন তিন জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়