নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া মাছ
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় বিভিন্ন প্রজাতির দুই লাখ টাকার সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
রবিবার (১৮ মে) রাত সাড়ে ৪টা থেকে ভোর পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের মিডিয়া উইং লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ রাইজিংবিডিকে বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ শিকারের সময় তাদের আটক করা হয়েছে।
এ সময় একটি ফিশিং বোটে তল্লাশি করে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মিটার অবৈধ জাল এবং ১৩ জন জেলেকে আটক করা হয়।
উদ্ধার করা মাছ পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকা/ইমরান/বকুল