ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জব্বারের বলী খেলায় পৃষ্ঠপোষকতা করবে সংস্কৃতি মন্ত্রণালয়: ফারুকী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৯ মে ২০২৫  
জব্বারের বলী খেলায় পৃষ্ঠপোষকতা করবে সংস্কৃতি মন্ত্রণালয়: ফারুকী

চট্টগ্রাম সার্কিট হাউসে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী

চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হবে।

সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

আরো পড়ুন:

আরো পড়ুন: নুসরাত ফারিয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী

তিনি বলেন, “চট্টগ্রামে জব্বারের বলীখেলা একটি শতবর্ষী আয়োজন। এটি চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। আমরা বলীখেলা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি। আগামী বছর থেকে জব্বারের বলী খেলা আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত হবে। সেই সঙ্গে সাম্পান বাইচও যুক্ত হবে ক্যালেন্ডারে।” 

এসময় উপদেষ্টা পহেলা বৈশাখে সাম্পান বাইচ আয়োজন করতে কমিটিকে অনুরোধ করেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। মন্ত্রণালয় থেকে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি করা  হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার। যার মাধ্যমে সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা যাবে।

জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে ফারুকী বলেন, “জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়। এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার। জাদুঘর সুন্দরভাবে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার।”  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং জব্বরের বলি খেলা ও সাম্পান বাইচ আয়োজক কমিটির কর্মকর্তারা।

এর আগে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়