ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৯ মে ২০২৫  
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (১৬ মে) রাতে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

আরো পড়ুন:

সোমবার (১৯ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “নিহত সজলের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।”

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ (৪৫) ৬২ জন। মামলায় নাম না জানা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। এসময় আসামিদের ছোঁড়া গুলি সজল মিয়ার পেটে লাগে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়