ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশুর মৃত্যু

যশোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৯ মে ২০২৫   আপডেট: ২০:২৩, ১৯ মে ২০২৫
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশুর মৃত্যু

ফাইল ফটো

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে একজন মারা গেছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের নাম খাদিজা (৪)। এ ঘটনায় আহত বাকি দুই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতের স্বজনেরা জানান, সকালে নিজ ঘরে খেলা করছিল খাদিজা, সজীব ও আয়েশা নামের একই পরিবারের তিন শিশু। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। দৌড়ে গিয়ে দেখেন, পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুরা। দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথেই খাদিজার মৃত্যু হয়।

তারা আরো জানান, এখানের বাসিন্দারা সবাই দিনমজুর ও ভাঙারির ব্যবসা করে। বাড়ির আশপাশে এনে রাখা ভাঙারি থেকে হয়ত শিশুরা ককটেল খুঁজে পেয়েছিল। তা দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় তারা।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়