ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভয়নগরে বিনামূল্যে প্রথম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

যশোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৯ মে ২০২৫  
অভয়নগরে বিনামূল্যে প্রথম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

বিনামূল্যে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

যশোরের অভয়নগর উপজেলায় বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে বিনামূল্যে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এতে ভিডিও এডিটিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।   

সোমবার  (১৯ মে) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা আইসিটি অফিসার আহসান কবিরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী কোর্সের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘‘উপজেলা পর্যায়ে এই ধরণের প্রশিক্ষণের ফলাফল পেতে যে অবকাঠামো ও অনুদান প্রয়োজন, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বা পাওয়াই যায় না। তার মধ্য দিয়ে অভয়নগর উপজেলায় প্রথমবার এ আয়োজন করা হয়েছে।’’

গত ১৪ মে পর্যন্ত উপজেলা পর্যায়ের এই কোর্সে অর্ধশত আবেদন জমা পড়ে। তা থেকে মৌখিক পরীক্ষা নিয়ে ২০ জনকে যাচাই করা হয়।
 

ঢাকা/প্রিয়ব্রত/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়