ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি হয়েছেন দিলীপ কান্ত নাথ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৯ মে ২০২৫  
হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি হয়েছেন দিলীপ কান্ত নাথ

সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক দিলীপ কান্ত নাথ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আলোচিত ব্যবসায়ী মহসিন হত্যা মামলার আসামি ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার, মাদক, জুয়া বন্ধসহ আইনশৃঙ্খলায় বিশেষ অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

সোমবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেল এএসপি, সকল থানার পরিদর্শক (অপারেশন), পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

দিলীপ কান্ত নাথ শায়েস্তাগঞ্জ থানায় ওসি হিসেবে যোগ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। যার ফলে শায়েস্তাগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, জুয়া ও মাদকসহ অপরাধ হ্রাস পেয়েছে। এতে শায়েস্তাগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।   

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়