ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

কুমিল্লা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৯ মে ২০২৫  
কুমিল্লা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা

বিএনপি কুমিল্লা মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়

কুমিল্লা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের দায়ী করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন ওরফে রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) এবং মারুফ আহমেদ (২৪)। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে তারা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করেন।

আরো পড়ুন:

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির কার্যালয়ের আশপাশে একদল লোক হঠাৎ করে হামলা চালায়। তারা লাঠি, রড ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে কার্যালয়ের একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

বাদী ইউসুফ মোল্লা টিপু বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করি। এরপরই থানায় মামলা করি। দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না—দলীয় ও আইনগত উভয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন বিএনপির একাধিক নেতাকর্মী। তাদের দাবি, ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের একটি অংশ এ হামলায় জড়িত থাকতে পারে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়