ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২০ মে ২০২৫   আপডেট: ১২:১৪, ২০ মে ২০২৫
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ

সুমন মিয়ার পুলিশের কাছে আত্মসমর্পণ

মুন্সীগঞ্জের মিরকাদিমে মিতু আক্তার (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তার স্বামী সুমন মিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করে জানান, তিনি নিজেই তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। 

সোমবার (১৯ মে) দিবাগত রাত ২ টার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।পরে ভোর ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন মিয়া (৫০)।

জানা গেছে, সুমন মিয়া ‌মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছে‌লে। নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে।

নিহত মিতু আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করেন সুম‌ন। মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২ টার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/রতন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়