গাইবান্ধায় ১ টন চালসহ ডিলার আটক
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

খাদ্যবান্ধব কর্মসূচির এক টন চাল আটক করা হয়
গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে গোডাউনে মজুদ রেখে বিক্রির সময় ডিলার আফজাল হোসেনকে এক টন চালসহ জনগণ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোনারপাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আফজাল হোসেন দীর্ঘদিন থেকে বোনারপাড়া কলেজের সামনে গোডাউনে রেখে চাল বিতরণ করতেন কার্ডধারীদের মধ্যে । কিন্তু বেশ কিছুদিন ধরে ওই ডিলার উপকারভোগীদের মধ্যে চাল কম বিতরণ করে গোডাউনে মজুত করছিলেন। আজ মঙ্গলবার দুপুরে ডিলার আফজাল হোসেন এক টন ( ১ হাজার কেজি) চাল বিক্রির জন্য ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে চালসহ আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তা এসে চাল উদ্ধার ও ডিলার আফজাল হোসেনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, ‘‘আজকে তার গুদাম বন্ধ ছিল। অথচ গুদাম থেকে এক হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় জনগণ হাতেনাতে আটক করে পুলিশ এবং আমাদের খবর দেয়। এরপর সেখানে গিয়ে চাল জব্দ করা হয় এবং ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় খাদ্য বিভাগ থেকে মামলা করা হবে।’’
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযোগ দিলে মামলা নেয়া হবে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন।
ঢাকা/মাসুম/বকুল