আম পাড়া নিয়ে নাটোরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলি
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোরের লালপুরের একটি বাগান থেকে আম পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় দুইটি মোটরসাইকেল। তবে, এ ঘটনায় কেউ আহত হননি।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমে ঘটনাটি ঘটে। লালপুর থানার ওসি মোমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রমের আমবাগান কমিটির কাছ থেকে লিজ নেন দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির। এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের সঙ্গে তার বিরোধ চলছিল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
এ বিষয়ে জানতে যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মিষ্টু বলেন, “নাসির বৈধভাবে আমবাগান লিজ নিয়ে কার্যক্রম করেছে। অতর্কিতভাবে মিল্টন হামলা করেছে এটা মোটেই কাম্য নয়। দলীয় ব্যানারে কেউ যদি অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন দলের নেতারা।”
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, “মিল্টন দলে নাম ভাঙ্গিয়ে অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায় করলে নেতা বা কর্মী যেই হোক তার ব্যবস্থা নেবে দলের নেতারা।”
লালপুর থানার ওসি মোমিনুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/আরিফুল/মাসুদ