ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২০ মে ২০২৫  
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বজ্রপাত হলে তারা মারা যায়। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুই জন ও শিবগঞ্জ উপজেলায় একজন রয়েছে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহানপুর গ্রামের খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম (৪৭) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের হটাৎপাড়া গ্রামের জালাল উদ্দীন (৭০)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, জালাল উদ্দীন বিকেলে বৃষ্টির সময় খড়ের গাদার পাশে বসে ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

আরো পড়ুন:

সদর থানার ওসি মতিউর রহমান জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয় খাইরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার গরু চরাতে গিয়ে বজ্রপাতে তাজবুল ইসলাম মারা যায়। এ সময় বজ্রাঘাতে তিনটি গরুরও মৃত্যু হয়। 

ঢাকা/শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়