ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক লাইনের চিঠিতে বিএনপির ৮ কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২১ মে ২০২৫   আপডেট: ০৮:৫৩, ২১ মে ২০২৫
এক লাইনের চিঠিতে বিএনপির ৮ কমিটি বিলুপ্ত

এক লাইনের সেই চিঠি

এক লাইনের ১২ শব্দের একটি চিঠিতে গাজীপুর জেলা বিএনপি তাদের অধীনস্থ ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। 

মঙ্গলবার (২০ মে) ওই সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা বিএনপি। 

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ওই চিঠিতে স্বাক্ষর করেন। 

তাদের তিনজনের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করেছেন, ‘গাজীপুর জেলা বিএনপি'র অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘ গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর বিএনপি’র কমিটি মেয়াদ উত্তীর্ণ। যে কারণে সবগুলিতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।”

তিনি আরো বলেন, “এখন বিলুপ্ত কমিটিসহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি করা হবে।”

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরো বেগবান করার জন্য পুরনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপি’র ৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/এস 

সর্বশেষ

পাঠকপ্রিয়