ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২১ মে ২০২৫   আপডেট: ১১:০৫, ২১ মে ২০২৫
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

আবুল কালাম আজাদ

কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবুল কালাম আজাদ (৬০) নামের এক বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়ছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আবুল কালাম আজাদ মিরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রহিম বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) যশোর থেকে গড়াই পরিবহন বাসে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হন তিনি। ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির লোকজন তাকে পানের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডা. হোসেন ইমাম বলেন, “বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়