প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।
বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমের ওপর কাশেম আলী খাঁয়ের লোকজন হামলা চালানোর অভিযোগ উঠে। এতে আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, ‘‘আবুল কাশেম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’’
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, ‘‘জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে।’’
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
অভিযোগের বিষয়ে জানতে কাশেম আলী খাঁয়ের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঢাকা/আকাশ/রাজীব