ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে পাথর-বালু উত্তোলন

তেঁতুলিয়ায় ২ জনকে সাজা, স্কেভেটর ও দুই ট্রাক্টরের ব্যাটারি জব্দ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২২ মে ২০২৫  
তেঁতুলিয়ায় ২ জনকে সাজা, স্কেভেটর ও দুই ট্রাক্টরের ব্যাটারি জব্দ

তেঁতুলিয়ায় পাথর ও বালু উত্তোলনের দায়ে স্কেভেটর-ট্রাক্টরের ব্যাটারি জব্দ ও ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নের ফসলি জমি কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে শাকিল সালেক (৩৫) এবং শালবাহান এলাকার সোলেমান আলীর ছেলে কাবুল হোসেন (৪১)।

বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সময় একটি স্কেভেটর ও দুটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়। এখান থেকে শ্রমিকদের সর্দার শাকিল সালেককে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায় একই অপরাধে শ্রমিকদের নেতৃত্ব দেওয়া কাবুল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারিও জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দ করা ব্যাটারি থানার পুলিশের জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ অভিযানে অংশ নেয় বিজিবির ভুতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ‘‘ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।’’ 

ঢাকা/নাঈম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়