ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় মেয়রের দায়িত্ব বুঝে পেতে বিএনপি নেতার আল্টিমেটাম 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২২ মে ২০২৫  
সাতক্ষীরায় মেয়রের দায়িত্ব বুঝে পেতে বিএনপি নেতার আল্টিমেটাম 

বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভায় হাজির সময় বেঁধে দেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী

সাতদিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী। 

বৃহস্পতিবার (২২ মে) সাতক্ষীরা পৌরসভায় হাজির এ সময় বেঁধে দেন তিনি।

এসময় তিনি বলেন, ‘‘২০২৩ সালে মেয়র পদে নির্বাচিত হয়েও বিগত ফ্যাস্টিট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন। উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত স্থগিতাদেশ প্রদান করেন। দীর্ঘ শুনানি অন্তে চলতি বছরের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিস্পত্তি করেন।’’  

আইনগতভাবে এখনো নিজেকে মেয়র দাবি করে তিনি বলেন, ‘‘সরকার পৌরসভায় প্রশাসক বসিয়েছে। আমি সম্মান দেখিয়ে উকিল নোটিশ পাঠিয়েছি। সাতদিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়